Terms and condition

Terms and Condition:
  1. HSC এর প্রতিটা কোর্স এর মেয়াদকাল ২ বছর, Admission এর প্রতিটা কোর্সের মেয়াদকাল ১ বছর। 
 
  1. যদিও আমাদের লেকচার ভিডিওগুলো 4k তে shoot করা, শিক্ষার্থীদের অনেকের লো-ইন্টারনেট স্পিডের কথা বিবেচনা করে ভিডিওগুলোর রেজুলেশন 480p রাখা হয়েছে। 
 
  1. একদম নতুন খোলা/ফেইক নেম এর আইডি গ্রহনযোগ্য না। বিশেষ ক্ষেত্রে গার্জিয়ান এর আইডি ব্যবহার করা যেতে পারে
  1. একটি আইডি দিয়ে এপ্রুভালের পর কোনমতেই আইডি চেইঞ্জ করা যাবে না;
  1. ফেসবুক আইডি ব্যান হলে এর দায় কর্তৃপক্ষ নিবে না।
 
  1. প্রতিটা কোর্স শুধুমাত্র একটি ডিভাইস দিয়ে লগিন করা যাবে। ডিভাইস পরিবর্তন করলে ইমেইলে ভেরিফিকেশন কোড যাবে। নতুন ডিভাইসে লগিন করলে আগের ডিভাইস থেকে লগআউট হয়ে যাবে।
  1. অনেকেই যেহেতু ফোন+কম্পিউটার ব্যবহার করে তাই ২টা ডিভাইসের লগিন বারবার পরিবর্তন করলেও তা এক্সেপ্ট করা হবে। কিন্তু যেহেতু তোমার আইপি ট্র্যাক করা হবে কোর্স চলাকালে, ২টার বেশি ডিভাইসে লগিন পরিবর্তন করলে বিনা নোটিশে বিনা রিফান্ডে একাউন্ট ব্যানড করা হবে।
 
  1. কোন মতেই কোর্স এর পেমেন্ট রিফান্ড এবল না।
 
 
 9.কোর্স সংক্রান্ত যেকোন সমস্যায় শুধুমাত্র Math vai facebook page এর ইনবক্সে কমিউনিকেট করতে হবে ।   আমাদের ফোন নাম্বারে কল বা sms বা ইমেইল গ্রহণযোগ্য না। পেইজে মেসেজ দেয়ার পর সমাধানের জন্য সর্বোচ্চ   ৩ কর্মদিবস আমাদের দিতে হবে। নরমালি ২৪ ঘন্টার মাঝেই সমাধান হবে আশা করি।